চুল পড়া রোধে চার খাবার

ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবারঃ প্রয়াত সংগীতশিল্পী সাবা তানি’র নামাজে জানাজা অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার। সন্তানের উপস্থিতিতেই দাফনের লক্ষে দু’দিন বিলম্ব করা হয়েছে বলে তথ্যটি নিশ্চিত করেছেন সাবা তানির মা হাজেরা চৌধুরী। তার একমাত্র সন্তান লন্ডন প্রবাসী মাশায়েল আনীদ দেশের পথে রওনা হয়েছেন।
সাবা তানির মা জানান, বুধবার বাদ জোহর গুলশান অ্যাভিনিউ আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং বিকেলে টাঙ্গাইলে গোড়াই গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে সাবা তানিকে। এছাড়া আগামী ২৩ ফেব্রুয়ারি বাদ আসর মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে গুলশান ২ এর ৬৩ নম্বর সড়কের গুলশান সোসাইটি জামে মসজিদে।
সংগীতশিল্পী সাবা তানি দীর্ঘদিন ধরে নিম্ন রক্তচাপে ভুগছিলেন। সোমবার সকালে রাজধানীর উত্তরার বাসার বাথরুমে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। মা ছাড়াও তিনি এক ভাই, এক বোন ও এক ছেলে রেখে গেছেন।
আশি নব্বই দশকের পর সংগীত থেকে দূরে সরে যান সাবা তানি, যার সংগীত জগতে আসা সাবা পন্নী নামে। অনেক দিন নিভৃতে থাকার পর এ কণ্ঠশিল্পী মাঝে ‘ক্লোজআপ ওয়ানঃ তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২’ প্রতিযোগিতায় সিলেট অঞ্চলের বাছাই পর্বের বিচারক হিসেবে কাজ করেছিলেন। এরপর ২০১৬ সালে টিভিপর্দায় বেশ কিছু অনুষ্ঠানে তাকে গাইতে দেখা গিয়েছিল।
সম্পাদনাঃ নূর মোহাম্মদ নূরু